مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী
136 - نا ابْنُ إِسْحَاقَ، نا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، نا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ هَذِهِ الْأُمَّةَ الَّتِي بُعِثْتُ فِيهِمْ خَيْرٌ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَنْشَأُ قَوْمٌ يَنْذُرُونَ وَلَا يُوفُونَ، وَيَشْهَدُونَ وَلَا يُسْتَشْهَدُونَ، وَيَخُونُونَ وَلَا يُؤْتَمَنُونَ، وَيَفْشُو فِيهِمُ السِّمَنُ»
অনুবাদঃ ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে উম্মতের মাঝে আমি প্রেরিত হয়েছি, তারা সর্বোত্তম। অতঃপর তারা, যারা তাদের পরবর্তী। অতঃপর এমন এক সম্প্রদায়ের সৃষ্টি হবে যারা মান্নত করবে কিন্তু তা পূর্ণ করবে না। এবং তারা সাক্ষ্য দেবে যদিও তাদের কাছে সাক্ষ্য চাওয়া হয়নি। এবং তারা খেয়ানত করবে, ফলে তাদের বিশ্বস্ত মনে করা হবে না। আর তাদের মধ্যে স্থূলতা (বা মেদ-ভুড়ি) ছড়িয়ে পড়বে।