الحديث


مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী





مسند الروياني (118)


118 - نا ابْنُ إِسْحَاقَ، أنا عَبَيْدُ اللَّهِ، نا حَمَّادُ بْنُ زَيْدٍ، نا سَعِيدٌ الْجُرَيْرِيُّ أَنَّ مُطَرِّفًا قَالَ: قَالَ لِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ: إِنِّي أُحَدِّثُكَ الْحَدِيثَ أَرْجُو أَنْ يَنْفَعَكَ اللَّهُ بِهِ، قَالَ: فَإِنِّي أَرَاكَ تُحِبُّ الْجَمَاعَةَ، قَالَ: قُلْتُ: إِي وَاللَّهِ، لَأَنَا أَحْرَصُ عَلَى الْجَمَاعَةِ مِنَ الْأَرْمَلَةِ - أَيْ إِذَا كَانَتِ الْجَمَاعَةُ، عَرَفْتَ وَجْهِي - قَالَ: وَقَالَ عِمْرَانُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: “ لَنْ تَزَالَ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقِّ - أَوْ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ - لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ - أَوْ فَارَقَهُمْ - حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ - أَوْ قَالَ: حَتَّى تَقُومَ السَّاعَةُ “ قَالَ: وَقَالَ: نَظَرْتُ فِي هَذِهِ الْعِصَابَةِ فَوَجَدْتُهُمْ أَهْلَ الشَّامِ “




অনুবাদঃ মুতাররিফ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমাকে ইমরান ইবনু হুসাইন (রা.) বললেন: আমি তোমাকে একটি হাদীস বলছি, যা দ্বারা আল্লাহ্ তোমাকে উপকৃত করবেন বলে আমি আশা করি। তিনি বললেন, আমি দেখি যে তুমি জামাআতকে (ঐক্যকে) ভালোবাসো। আমি বললাম, হ্যাঁ, আল্লাহর কসম! আমি বিধবার চেয়েও জামাআতের প্রতি অধিক আগ্রহী। (অর্থাৎ,) যখন জামাআত (ঐক্য) প্রতিষ্ঠিত হয়, তখন তুমি আমার অবস্থা বুঝতে পারো।

ইমরান (রা.) বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

“আমার উম্মতের একটি দল সর্বদা হকের (সত্যের) উপর বিজয়ী থাকবে (অথবা: হকের উপর বিজয়ী অবস্থায় প্রকাশমান থাকবে)। যারা তাদের পরিত্যাগ করে অথবা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে (অথবা তিনি বললেন: যতক্ষণ না কিয়ামত অনুষ্ঠিত হয়)।”

তিনি (ইমরান অথবা মুতাররিফ) বললেন, আমি এই দলটির দিকে দৃষ্টি দিলাম এবং দেখলাম যে তারা হচ্ছে শাম (সিরিয়া অঞ্চলের) অধিবাসী।