الحديث


المدخل إلى السنن الكبرى للبيهقي
Al-Madkhal ilas-Sunan Al-Kubra Lil-Bayhaqi
আল-মাদখাল ইলাস-সুনান আল-কুবরা লিল-বায়হাক্বী





المدخل إلى السنن الكبرى للبيهقي (859)


859 - وَبِإِسْنَادِهِ عَنْ شَقِيقٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ: " تَدْرُونَ كَيْفَ يَنْقُصُ الْإِسْلَامُ مِنَ النَّاسِ؟ قَالُوا: نَعَمْ كَمَا يَنْقُصُ سَمْنُ الدَّابَّةِ وَكَمَا يَنْقُصُ صِبْغُ الثَّوْبِ وَكَمَا يَقْسُو الدِّرْهَمُ لِطُولِ الْجَيْبِ، فَقَالَ: إِنَّ هَذَا مِنْهُ وَلَكِنْ أَكْثَرُ مِنْ ذَلِكَ ذَهَابُ الْعُلَمَاءِ يَكُونُ فِي الْحَيِّ الْعَالِمَانِ فَيَمُوتُ أَحَدُهُمَا فَيَذْهَبُ بِنِصْفِ عِلْمِهِمْ، وَيَكُونُ فِي الْحَيِّ الْعَالِمُ فَيَمُوتُ فَيَذْهَبُ بِعِلْمِهِمْ وَبِذَهَابِ الْعُلَمَاءِ يَذْهَبُ الْعِلْمُ "




অনুবাদঃ শাকীক (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন: "তোমরা কি জানো, মানুষের মধ্য থেকে ইসলাম কীভাবে হ্রাস পায়?" তারা বলল, "হ্যাঁ, যেভাবে পশুর চর্বি কমে যায়, যেভাবে কাপড়ের রং হালকা হয়ে যায় এবং যেভাবে দীর্ঘকাল পকেটে থাকার কারণে দিরহাম শক্ত হয়ে যায়।" তখন তিনি বললেন, "নিশ্চয় এগুলো তার অংশবিশেষ, কিন্তু এর চেয়েও বেশি হলো উলামাদের চলে যাওয়া (মৃত্যু)। একটি জনপদে দুজন আলেম থাকতে পারে, তাদের মধ্যে একজন মারা গেলে তাদের (বিদ্যমান) জ্ঞানের অর্ধেক চলে যায়। আর যদি কোনো জনপদে একজন আলেম থাকেন এবং তিনি মারা যান, তবে তাদের সেই জ্ঞান চলে যায়। আর উলামাদের চলে যাওয়ার মাধ্যমেই ইলম (জ্ঞান) দূরীভূত হয়ে যায়।"