المدخل إلى السنن الكبرى للبيهقي
Al-Madkhal ilas-Sunan Al-Kubra Lil-Bayhaqi
আল-মাদখাল ইলাস-সুনান আল-কুবরা লিল-বায়হাক্বী
858 - أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ الْمُؤَمَّلِ، ثنا أَبُو عُثْمَانَ عَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ الْبَصْرِيُّ ثنا أَبُو أَحْمَدَ بْنُ عَبْدِ الْوَهَّابِ، أبنا يَعْلَى بْنُ عُبَيْدٍ، ثنا الْأَعْمَشُ، عَنْ شُعْبَةَ، عَنْ شَقِيقٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ هُوَ ابْنُ مَسْعُودٍ: " كَيْفَ أَنْتُمْ إِذَا لَبِسَتْكُمْ فِتْنَةٌ يُهْرَمُ فِيهَا الْكَبِيرُ وَيَرْبُو فِيهَا الصَّغِيرُ وَيَتَّخِذُهَا النَّاسُ سُنَّةً؟ فَإِذَا غَيَّرْتَ قَالُوا: غَيَّرْتَ السُّنَّةَ، قَالُوا: مَتَى ذَاكَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ؟ قَالَ: إِذَا كَثُرَتْ قُرَّاؤُكُمْ، وَقَلَّتْ فُقَهَاؤُكُمْ، وَكَثُرَتْ أُمَرَاؤُكُمْ، وَقَلَّتْ أَبْنَاؤُكُمْ، وَالْتُمِسَتِ الدُّنْيَا بِعَمَلِ الْآخِرَةِ "
অনুবাদঃ আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাদিয়াল্লাহু আনহু) বললেন: যখন তোমাদেরকে এমন ফিতনা আচ্ছন্ন করে ফেলবে, যাতে বয়স্করা জীর্ণ হয়ে যাবে এবং ছোটরা তাতে বেড়ে উঠবে, আর লোকেরা সেটাকে (ধর্মীয়) রীতি হিসেবে গ্রহণ করবে— তখন তোমাদের অবস্থা কেমন হবে? অতঃপর যখন তোমরা তা পরিবর্তন করতে চাইবে, তখন তারা বলবে: ‘তুমি সুন্নাত পরিবর্তন করেছ!’
তারা জিজ্ঞাসা করলো: হে আবূ আব্দুর রহমান! কখন এমনটি হবে?
তিনি বললেন: যখন তোমাদের কারী (কুরআন তিলাওয়াতকারী) অধিক হবে এবং তোমাদের ফুকাহ (ইসলামী আইনজ্ঞ) কম হবে, আর তোমাদের আমীর (নেতা/শাসক) অধিক হবে এবং তোমাদের সন্তান কম হবে, এবং আখেরাতের আমলের বিনিময়ে দুনিয়া (পার্থিব বস্তু) সন্ধান করা হবে।