الحديث


قرة العينين برفع اليدين في الصلاة
Qurratul-Aynayn bi-Rafyil Yadayn fis Salat
জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত





قرة العينين برفع اليدين في الصلاة (69)


69 - وَقَالَ وَكِيعٌ عَنِ الْأَعْمَشِ , عَنْ إِبْرَاهِيمَ أَنَّهُ ذَكَرَ لَهُ حَدِيثَ , وَائِلِ بْنِ حُجْرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يَرْفَعُ يَدَيْهِ إِذَا رَكَعَ , وَإِذَا سَجَدَ» . قَالَ إِبْرَاهِيمُ: لَعَلَّهُ كَانَ فَعَلَهُ مَرَّةً , وَهَذَا ظَنٌّ مِنْهُ لِقَوْلِهِ: فَعَلَهُ مَرَّةً مَعَ أَنَّ , وَائِلًا ذَكَرَ أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَأَصْحَابَهُ غَيْرَ مَرَّةٍ يَرْفَعُونَ أَيْدِيَهُمْ , وَلَا يَحْتَاجُ , وَائِلٌ إِلَى الظُّنُونِ لِأَنَّ مُعَايَنَتَهُ أَكْثَرُ مِنْ حُسْبَانِ غَيْرِهِ




অনুবাদঃ ওয়াকী’ বলেন, আ’মাশ থেকে, ইবরাহীম থেকে যে, তাকে ওয়াইল ইবন হুজরের হাদীসটি উল্লেখ করা হলো যে,

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকূ করতেন তখন দু’হাত তুলতেন, আর যখন সিজদা করতেন তখনও।

ইবরাহীম বললেন: «হয়তো তিনি একবার করেছিলেন।»

আর এটা তার ধারণা, কারণ তিনি বলেছেন: «একবার করেছিলেন»।

অথচ ওয়াইল (রা.) উল্লেখ করেছেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এবং তাঁর সাহাবীদের একাধিকবার দু’হাত তুলতে দেখেছেন।

আর ওয়াইলের জন্য অনুমানের কোনো প্রয়োজন নেই, কারণ তাঁর নিজের চোখে দেখা অন্যদের ধারণার চেয়ে অনেক বেশি।