الحديث


سلسلة الأحاديث الصحيحة
Silsilatul Ahadisis Sahihah
সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ





سلسلة الأحاديث الصحيحة (3972)


3972 - (إذا سألتُم اللهَ؛ فَسَلُوه الفِردوسَ؛ فإنه سرّ الجنّةِ، يقولُ الرّجلُ منكم لراعيهِ: عليكَ بسرِّ الوادِي؛ فإنّه أمرعُه وأعشبُه) .
أخرجه البخاري في ` التاريخ ` (2/2/146) ، ويعقوب الفسوي في `المعرفة والتاريخ ` (2/348) - وسياق الإسناد له - ، والبزار في `مسنده ` (4/191/




অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

"যখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, তখন তোমরা তাঁর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে। কেননা তা হলো জান্নাতের সর্বোৎকৃষ্ট স্থান (বা মধ্যভাগ)। যেমন তোমাদের মধ্যে কেউ তার রাখালকে বলে থাকে, ’তুমি উপত্যকার সেরা স্থানে যাও,’ কারণ সেটি হলো সবচেয়ে উর্বর এবং ঘাসে পরিপূর্ণ জায়গা।"