الحديث


سلسلة الأحاديث الصحيحة
Silsilatul Ahadisis Sahihah
সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ





سلسلة الأحاديث الصحيحة (162)


162 - ` لا يا بنت الصديق، ولكنهم الذين يصومون ويصلون ويتصدقون وهم يخافون أن
لا يقبل منهم أولئك الذين يسارعون في الخيرات `.
أخرجه الترمذي (2 / 201) وابن جرير (18 / 26) والحاكم (2 /




অনুবাদঃ আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, (তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে প্রশ্ন করলে তিনি জবাবে) বললেন: "না, হে সিদ্দীকের কন্যা! বরং তারা হলো সেইসব লোক, যারা সাওম পালন করে, সালাত আদায় করে এবং সাদাকাহ প্রদান করে, অথচ তারা এই ভেবে ভীত থাকে যে তাদের (আমলসমূহ) কবুল করা হবে না। তারাই হলো সেই লোক, যারা দ্রুত কল্যাণকর কাজসমূহের দিকে ধাবিত হয়।"