الحديث


سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর





سنن سعيد بن منصور (2970)


2970 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ: سَأَلْتُ الْحَسَنَ بْنَ مُحَمَّدٍ، وَمَا رَأَيْتُ أَحَدًا كَانَ أَعْلَمَ بِاخْتِلَافِ النَّاسِ مِنْهُ، قُلْتُ: بَايَعَ طَلْحَةُ وَالزُّبَيْرُ عَلِيًّا؟ قَالَ: «صَعِدَا إِلَى عَلِيٍّ فِي مَشْرُبَةٍ لَهُ، فَلَمَّا نَزَلَا قَالَ النَّاسُ بَايَعَا بَايَعَا»




অনুবাদঃ আমর ইবনু দীনার (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আল-হাসান ইবনু মুহাম্মাদকে জিজ্ঞেস করলাম। মানুষের মধ্যেকার মতপার্থক্য সম্পর্কে আমি তাঁর চেয়ে অধিক জ্ঞানী আর কাউকে দেখিনি। আমি তাঁকে বললাম: তালহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এবং যুবাইর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কি আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর হাতে বাইআত (আনুগত্যের শপথ) করেছিলেন?

তিনি (আল-হাসান) বললেন: তাঁরা দু’জন (তালহা ও যুবাইর) আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর একটি ছোট কামরায় তাঁর কাছে গেলেন। অতঃপর যখন তাঁরা সেখান থেকে নেমে এলেন, তখন লোকেরা বলাবলি করতে লাগল: তাঁরা বাইআত করেছেন, তাঁরা বাইআত করেছেন।