سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
2969 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا صَالِحُ بْنُ مُوسَى، قَالَ: نا الْأَعْمَشُ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ أَنَّهُ قَالَ يَوْمَ صِفِّينَ وَكَانَ مَعَ عَلِيٍّ: «يَا أَيُّهَا النَّاسُ أَجْمِعُوا رَأْيَكُمْ فَوَاللَّهِ مَا وَضَعْنَا سُيُوفَنَا عَلَى عَوَاتِقِنَا إِلَّا أَسْهَلْنَ بِنَا إِلَى أَمْرٍ نَعْرِفُهُ غَيْرَ أَمْرِكُمْ هَذَا، فَاتَّهِمُوا رَأْيَكُمْ» وَغَمَدَ سَيْفَهُ، وَانْصَرَفَ إِلَى أَهْلِهِ
অনুবাদঃ সাহল ইবনু হুনাইফ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, সিফফীনের যুদ্ধের দিন—যখন তিনি আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে ছিলেন—তিনি বলেন:
"হে লোক সকল! তোমরা তোমাদের মত স্থির করো। আল্লাহর শপথ! আমরা যখনই আমাদের কাঁধে তলোয়ার তুলেছি (যুদ্ধে অবতীর্ণ হয়েছি), তখনই তা আমাদেরকে এমন এক সহজ ও সুস্পষ্ট বিষয়ের দিকে পরিচালিত করেছে, যা আমরা জানি—তোমাদের এই বর্তমান বিষয় ছাড়া। অতএব, তোমরা তোমাদের এই সিদ্ধান্তের ব্যাপারে সন্দেহ পোষণ করো (বা নিজেদের মতকে দোষ দাও)!"
এরপর তিনি তাঁর তলোয়ার কোষবদ্ধ করলেন এবং তাঁর পরিবারের কাছে ফিরে গেলেন।