الحديث


مستخرج أبي عوانة
Mustakhraj Abi `Awanah
মুস্তাখরাজ আবী আওয়ানাহ





مستخرج أبي عوانة (8709)


8709 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَيَّارٍ، قَالَ: ثَنَا أَبُو غَسَّانَ، قَالَ: ثَنَا زُهَيْرٌ، قَالَ: ثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، بِمِثْلِهِ: فَأَمَرَ بِهِ إِلَى نِسَائِهِ، وَقَالَ: « غَيِّرُوا هَذَا بِشَيْءٍ» ، قَالَ زُهَيْرٌ: قُلْتُ لَهُ: وَجَنَّبُوهُ السَّوَادَ؟ قَالَ: لَا




অনুবাদঃ জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, [পূর্বোক্ত বর্ণনার অনুরূপ]: রাসূলুল্লাহ (ﷺ) তাকে (ঐ ব্যক্তিকে) তাঁর স্ত্রীদের নিকট পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং বললেন: "এই জিনিসটিকে কোনো কিছু দ্বারা পরিবর্তন করে দাও (অর্থাৎ রং করে দাও)।"

বর্ণনাকারী যুহায়র বলেন: আমি তাঁকে (আমার শায়খকে) জিজ্ঞেস করলাম: "আর আপনারা কি এটিকে কালো রং থেকে দূরে রাখতে (বাঁচিয়ে রাখতে) নির্দেশ দিয়েছিলেন?" তিনি বললেন: "না।"