الحديث


مستخرج أبي عوانة
Mustakhraj Abi `Awanah
মুস্তাখরাজ আবী আওয়ানাহ





مستخرج أبي عوانة (8708)


8708 - حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَرَّانِيُّ، قَالَ: ثَنَا الْحَسَنُ، وَأَبُو جَعْفَرٍ، قَالَا: ثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: أُتِيَ بِأَبِي قُحَافَةَ، أَوْ جَاءَ عَامَ الْفَتْحِ، وَرَأْسُهُ وَلِحْيَتُهُ مِثْلُ الثَّغَامِ، أَوِ الثَّغَامَةِ، فَأَمَرَ بِهِ إِلَى نِسَائِهِ، وَقَالَ: « غَيِّرُوا هَذَا بِشَيْءٍ»




অনুবাদঃ জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আবু কুহাফাহকে (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে) আনা হলো, অথবা তিনি মক্কা বিজয়ের বছর (নবীজীর কাছে) এলেন। আর তাঁর মাথা ও দাড়ি ’ছাগাম’ (নামক এক প্রকার সাদা বৃক্ষ/ফুল)-এর মতো ধবধবে সাদা ছিল। অতঃপর তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে তাঁর স্ত্রীদের কাছে পাঠিয়ে দিলেন এবং বললেন: "কোনো কিছু দ্বারা এর (সাদারঙ) পরিবর্তন করো।"