إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ
7956 - وَعَنْ خَدِيجَةَ بِنْتِ خُوَيْلِدٍ- رضي الله عنها قَالَتْ: "سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم -قُلْتُ: بِأَبِي أَنْتَ، أَيْنَ (أَطْفَالٌ لِيَ) مِنْكَ؟ قَالَ: في الجنة. قال: وسألته أين (أطفال لي) من أزواجي من الْمُشْرِكِينَ؟ قَالَ: فِي النَّارِ. قُلْتُ: بِغَيْرِ عَمَلٍ؟ قَالَ: اللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ" رَوَاهُ أَبُو يعلى، وقد تقدم من هَذَا النَّوْعِ عِدَّةُ أَحَادِيثُ بَعْضُهَا فِي كِتَابِ الْإِيمَانِ وَبَعْضُهَا فِي كِتَابِ الْجَنَائِزِ.
অনুবাদঃ ৭৯৫৬ - এবং খাদীজা বিনত খুওয়াইলিদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: "আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম – আমি বললাম: আমার পিতা আপনার জন্য উৎসর্গ হোন, আপনার থেকে আমার (যে) শিশুরা (হয়েছে), তারা কোথায়?" তিনি বললেন: জান্নাতে। তিনি (খাদীজা) বলেন: এবং আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, মুশরিকদের মধ্য থেকে আমার স্বামীদের (মাধ্যমে জন্ম নেওয়া) শিশুরা কোথায়? তিনি বললেন: জাহান্নামে। আমি বললাম: আমল ছাড়াই? তিনি বললেন: তারা কী আমলকারী ছিল, সে সম্পর্কে আল্লাহই অধিক অবগত। এটি বর্ণনা করেছেন আবূ ইয়া'লা। আর এই ধরনের বেশ কিছু হাদীস পূর্বেও এসেছে, যার কিছু কিতাবুল ঈমানে এবং কিছু কিতাবুল জানাইযে (জানাযা অধ্যায়ে) রয়েছে।