الحديث


إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ





إتحاف الخيرة المهرة (7933)


7933 - وَعَنْ أَبِي الدَّرْدَاءِ- رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: "خَلَقَ اللَّهُ آدَمَ يَوْمَ خَلَقَهُ، وَضَرَبَ عَلَى كَتِفِهِ الْيُمْنَى، فَأَخْرَجَ ذُرِّيَّتَهُ بَيْضَاءَ كأنهم الدر، وَضَرَبَ عَلَى كَتِفِهِ الْيُسْرَى، فَأَخْرَجَ ذُرِّيَّتَهُ سَوْدَاءَ كأنهم كالحمم، فقال للذي في يَمِينِهِ: إِلَى الْجَنَّةِ وَلَا أُبَالِي، وَقَالَ لِلَّذِي في يَسَارِهِ: إِلَى النَّارِ وَلَا أُبَالِي".
رَوَاهُ أَحْمَدُ بن منيع، ورواته ثقات.




অনুবাদঃ ৭৯৩৩ - আবূ দারদা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার দিনেই তাঁকে সৃষ্টি করলেন, এবং তাঁর ডান কাঁধে আঘাত করলেন, ফলে তাঁর বংশধরদের বের করে আনলেন, যারা ছিল শুভ্র, যেন তারা মুক্তা। আর তাঁর বাম কাঁধে আঘাত করলেন, ফলে তাঁর বংশধরদের বের করে আনলেন, যারা ছিল কালো, যেন তারা আলকাতরা/কয়লার মতো। অতঃপর তিনি তাঁর ডানে যারা ছিল, তাদের বললেন: জান্নাতের দিকে যাও, আমি পরোয়া করি না। আর তাঁর বামে যারা ছিল, তাদের বললেন: জাহান্নামের দিকে যাও, আমি পরোয়া করি না।"

আহমাদ ইবনু মানী’ এটি বর্ণনা করেছেন, এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য (ছিকাহ)।