الحديث


إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ





إتحاف الخيرة المهرة (7924)


7924 - وَعَنْ أَبِي هُرَيْرَةَ- رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ عِبَادًا يَغْبِطُهُمُ الْأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ. قِيلَ: مَنْ هُمْ لَعَلَّنَا نُحِبُّهُمْ؟ قَالَ: قَوْمٌ تَحَابُّوا بِنُورِ اللَّهِ- عز وجل مِنْ غَيْرِ أَرْحَامٍ وَلَا أَنْسَابٍ، وُجُوهُهُمْ نُورٌ، عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ، لَا يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ، ولا يحزنودن إِذَا حَزِنَ النَّاسُ. ثُمَّ قَرَأَ: {أَلا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يحزنون} ".
رَوَاهُ أَبُو يَعْلَى وَالنَّسَائِيُّ فِي الْكُبْرَى وَابْنُ حِبَّانَ فِي صَحِيحِهِ.




অনুবাদঃ ৭৯২৪ - আর আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যাদেরকে নবীগণ ও শহীদগণও ঈর্ষা করবেন। জিজ্ঞাসা করা হলো: তারা কারা? সম্ভবত আমরা তাদের ভালোবাসতে পারব? তিনি বললেন: তারা এমন এক সম্প্রদায় যারা আল্লাহ আযযা ওয়া জাল-এর নূরের (আলোর) মাধ্যমে একে অপরকে ভালোবাসে, কোনো আত্মীয়তার সম্পর্ক বা বংশীয় বন্ধন ছাড়াই। তাদের চেহারা হবে নূর (আলো), তারা নূরের মিম্বরের উপর থাকবে। যখন মানুষ ভয় পাবে, তখন তারা ভয় পাবে না; আর যখন মানুষ দুঃখিত হবে, তখন তারা দুঃখিত হবে না। অতঃপর তিনি পাঠ করলেন: {জেনে রাখো, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।} [সূরা ইউনুস ১০:৬২]"

এটি আবূ ইয়া'লা, নাসায়ী তাঁর আল-কুবরা গ্রন্থে এবং ইবনু হিব্বান তাঁর সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন।