المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ
65 - وَقَالَ ابْنُ أَبِي شَيْبَةَ : حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ حَرَامِ بْنِ عُثْمَانَ، عَنْ أَبِي عَتِيقِ بْنِ جَابِرٍ، ` أَنَّهُ كَانَ يَسْتَاكُ إِذَا أَخَذَ مَضْجَعَهُ، وَإِذَا قَامَ مِنَ اللَّيْلِ، وَإِذَا خَرَجَ إِلَى الصَّلاةِ، قَالَ : فَقُلْتُ لَهُ : لَقَدْ شَقَقْتَ عَلَى نَفْسِكِ بِهَذَا السِّوَاكِ، فَقَالَ : إِنَّ أُسَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَخْبَرَنِي، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ` كَانَ يَسْتَاكُ هَذَا السِّوَاكَ ` . وَقَالَ أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ، ثنا حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ حَرَامِ بْنِ عُثْمَانَ، بِهِ، وَزَادَ قَالَ : وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ` لَوْلا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي، لَجَعَلْتُ السِّوَاكَ عَزْمَةً ` *
অনুবাদঃ উসামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
[আবু আতীক ইবনে জাবিরকে উল্লেখ করে বর্ণনাকারী বলেন] তিনি যখন শয্যাগ্রহণ করতেন, যখন রাতের বেলা ঘুম থেকে উঠতেন এবং যখন সালাতের জন্য বের হতেন, তখন মিসওয়াক করতেন। আমি তাঁকে বললাম: আপনি তো এই মিসওয়াকের মাধ্যমে নিজের উপর অনেক কষ্ট চাপিয়ে নিচ্ছেন। তিনি বললেন: নিশ্চয় উসামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমাকে জানিয়েছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এভাবে মিসওয়াক করতেন।
[অন্য এক বর্ণনায় অতিরিক্ত যোগ করা হয়েছে যে,] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি: "যদি আমি আমার উম্মতের উপর কষ্ট না হওয়ার ভয় না করতাম, তাহলে আমি মিসওয়াককে অবশ্যপালনীয় (ফরযের সমতুল্য) করে দিতাম।"