المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ
4753 - وَقَالَ أَبُو يَعْلَى : حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ أَبُو سَعِيدٍ، حَدَّثَنِي زِيَادٌ النُّمَيْرِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ` اشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا عَزَّ وَجَلَّ، فَقَالَتْ : رَبِّ، أَكَلَ بَعْضِي بَعْضًا , فَجَعَلَ لَهَا نَفْسَيْنِ : نَفْسٌ فِي الشِّتَاءِ , وَنَفْسٌ فِي الصَّيْفِ، فَشِدَّةُ مَا تَجِدُونَهُ مِنَ الْحَرِّ مِنْ حَرِّهَا، وَشِدَّةُ مَا تَجِدُونَهُ مِنَ الْبَرْدِ مِنْ زَمْهَرِيرِهَا ` *
অনুবাদঃ আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“জাহান্নাম তার মহান রবের নিকট অভিযোগ করল এবং বলল, ‘হে আমার রব! আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলেছে।’ অতঃপর আল্লাহ্ তার জন্য দুটি শ্বাস-প্রশ্বাস (নফস) নির্ধারণ করলেন: একটি শীতকালে এবং একটি গ্রীষ্মকালে। সুতরাং, তোমরা গরমের যে তীব্রতা অনুভব করো, তা হলো তার (জাহান্নামের) উষ্ণতা থেকে; আর তোমরা শীতের যে তীব্রতা অনুভব করো, তা হলো তার ‘যামহারীর’ (তীব্র শীতলতা) থেকে।”