المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ
21 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يَحْيَى بْنِ مُسْلِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْجَابِرِيِّ، ` أَنَّ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ، سُئِلَ عَنِ الْهِرَّةِ تَشْرَبُ مِنَ الإِنَاءِ، قَالَ : ` لا بَأْسَ بِسُؤْرِ الْهِرَّةِ ` . وَقَدْ رُوِيَ مَرْفُوعًا عِنْدَ أَهْلِ السُّنَنِ الأَرْبَعِ أَبِي دَاوُدَ، وَالنَّسَائِي، وَالتِّرْمِذِيِّ، وَابْنِ مَاجَهْ، وَابْنِ خُزَيْمَةَ فِي صَحِيحِهِ، عَنْ أَبِي قَتَادَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ فِي الْهِرَّةِ : إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ، هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ وَالطَّوَّافَاتِ ` صَحِيحٌ *
অনুবাদঃ আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁকে একটি পাত্র থেকে বিড়ালের পান করা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন: বিড়ালের উচ্ছিষ্ট পানীয় (সউর) দ্বারা কোনো ক্ষতি নেই।
আর এই বিষয়ে আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী এবং ইবনু মাজাহ—এই চার সুনান গ্রন্থসহ ইবনু খুযাইমাহ তাঁর সহীহ গ্রন্থে আবু কাতাদাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে মারফূ’ সূত্রে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন: এটি অপবিত্র নয়। নিশ্চয়ই এটি তোমাদের নিকট সর্বদা ঘোরাফেরা (আসা-যাওয়া)কারী প্রাণীদের অন্তর্ভুক্ত। (সহীহ)