الحديث


المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ





المطالب العالية (19)


19 - مُسَدَّدٌ : حَدَّثَنَا يَحْيَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ، حَدَّثَتْنِي أُمِّي، قَالَتْ : ` كُنْتُ عِنْدَ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُهْدِيَ لَهَا صَحْفَةٌ فِيهَا خُبْزٌ وَلَحْمٌ، فَقَامَتْ إِلَى الصَّلاةِ، وَقُمْنَا نُصَلِّي، فَخَالَفَتْ هِرَّةٌ إِلَى الطَّعَامِ، فَأَكَلَتْ مِنْهُ، فَلَمَّا أَنْ سَلَّمْنَا أَخَذَتْ أُمُّ سَلَمَةَ رضي الله عنها الْقَصْعَةَ فَدَوَّرَتْهَا حَتَّى كَانَ حَيْثُ أَكَلَتِ الْهِرَّةُ مِنْ نَحْوِهَا، فَأَكَلَتْ مِنْهُ ` *




অনুবাদঃ আব্দুর রহমান ইবনে হারমালাহর মা থেকে বর্ণিত, তিনি বলেন:

আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী উম্মুল মু’মিনীন উম্মু সালামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট ছিলাম। তখন তাঁকে একটি পাত্রে রুটি ও গোশত উপহার হিসেবে দেওয়া হলো। অতঃপর তিনি সালাতের জন্য দাঁড়ালেন এবং আমরাও সালাত আদায়ের জন্য দাঁড়ালাম। এমন সময় একটি বিড়াল এসে সেই খাবারের কাছে গেল এবং তা থেকে খেয়ে ফেলল।

যখন আমরা সালাম ফিরালাম, তখন উম্মু সালামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সেই পাত্রটি নিলেন এবং এটিকে ঘুরিয়ে এমনভাবে নিলেন যেন বিড়ালটি পাত্রের যে অংশ থেকে খেয়েছিল, তিনি তার বিপরীত দিক থেকে খেলেন। অতঃপর তিনি সেই (অবশিষ্ট) খাদ্য থেকে গ্রহণ করলেন।