الحديث


كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার





كشف الأستار (17)


17 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ الطُّوسِيُّ، ثنا الْحَسَنُ بْنُ عَطِيَّةَ، ثنا قَطَرِيٌّ يَعْنِي الْخَشَّابَ، ثنا سِمَاكُ بْنُ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ، عَنْ أَبِيهِ حُذَيفَةَ، قَالَ : كُنْتُ رِدْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : ` يَا حُذَيْفَةُ تَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى الْعِبَادِ ؟ `، قُلْتُ : اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ : ` تَعْبُدُوهُ وَلا تُشْرِكُوا بِهِ شَيْئًا ` . ثُمَّ سَارَ، فَقَالَ : ` يَا حُذَيْفَةُ `، قُلْتُ : لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ ! قَالَ : ` تَدْرِي مَا حَقُّ الْعِبَادِ عَلَى اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى إِذَا فَعَلُوا ذَلِكَ ؟ `، قُلْتُ : اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ : ` يَغْفِرُ لَهُمْ ` . قَالَ الْبَزَّارُ : وَهَذَا لا نَعْلَمُهُ يُرْوَى عَنْ حُذَيْفَةَ إِلا بِهَذَا الإِسْنَادِ . *




অনুবাদঃ হুযাইফা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে সওয়ারীর উপর উপবিষ্ট ছিলাম। তিনি বললেন, "হে হুযাইফা! তুমি কি জানো, বান্দাদের উপর আল্লাহর হক বা অধিকার কী?" আমি বললাম, "আল্লাহ ও তাঁর রাসূলই সর্বাধিক অবগত।" তিনি বললেন, "তোমরা কেবল তাঁরই ইবাদত করবে এবং তাঁর সাথে কোনো কিছুকে শরীক করবে না।"

এরপর তিনি কিছু পথ চললেন। অতঃপর তিনি বললেন, "হে হুযাইফা!" আমি বললাম, "আমি উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ!" তিনি বললেন, "যখন তারা (বান্দারা) তা করবে, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপর বান্দাদের কী অধিকার, তা কি তুমি জানো?" আমি বললাম, "আল্লাহ ও তাঁর রাসূলই সর্বাধিক অবগত।" তিনি বললেন, "তিনি তাদেরকে ক্ষমা করে দেবেন।"