مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18766 - عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " «إِنَّ فِي الْجَنَّةِ غُرْفَةً يُرَى ظَاهِرُهَا مِنْ بَاطِنِهَا، وَبَاطِنُهَا مِنْ ظَاهِرِهَا، أَعَدَّهَا اللَّهُ لِمَنْ أَطْعَمَ الطَّعَامَ، وَأَلَانَ الْكَلَامَ،
وَتَابَعَ الصِّيَامَ، وَصَلَّى وَالنَّاسُ نِيَامٌ» ".
رَوَاهُ أَحْمَدُ، وَرِجَالُهُ رِجَالُ الصَّحِيحِ غَيْرَ عَبْدِ اللَّهِ بْنِ مُعَانِقٍ، وَوَثَّقَهُ ابْنُ حِبَّانَ.
অনুবাদঃ আবূ মালিক আল-আশআরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: “নিশ্চয় জান্নাতে এমন একটি কক্ষ (বা প্রাসাদ) রয়েছে, যার বাইরের অংশ ভেতর থেকে দেখা যাবে এবং ভেতরের অংশ বাইরে থেকে দেখা যাবে। আল্লাহ তাআলা এটি তাদের জন্য তৈরি করেছেন যারা (ক্ষুধার্তকে) খাবার খাওয়ায়, নরম ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে সিয়াম পালন করে এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করে।”