الجامع الكامل
Al-Jami Al-Kamil
আল-জামি` আল-কামিল
16166 - عن جابر بن عبد اللَّه قال: شهدت مع رسول اللَّه صلى الله عليه وسلم الصلاة يوم العيد، فبدأ بالصلاة قبل الخطبة بغير أذان ولا إقامة، ثم قام متوكئا على بلال، فأمر بتقوى اللَّه، وحث على طاعته، ووعظ الناس وذكرهم، ثم مضى حتى أتى النساء، فوعظهن وذكرهن فقال:"تصدقن، فإن أكثركن حطب جهنم" فقامت امرأة من سطة النساء سفعاء الخدين، فقالت: لم يا رسول اللَّه؟ قال:"لأنكن تكثرن الشكاة، وتكفرن العشير".
صحيح: رواه مسلم في صلاة العيدين (885: 4) عن محمد بن عبد اللَّه بن نمير، حدّثنا أبي، حدّثنا عبد الملك بن أبي سليمان، عن عطاء، عن جابر بن عبد اللَّه، فذكره.
অনুবাদঃ জাবির ইবনে আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ঈদের দিনের সালাতে উপস্থিত ছিলাম। তিনি আযান ও ইকামাত ছাড়াই খুতবার আগে সালাত শুরু করেন। এরপর তিনি বিলালের উপর ভর করে দাঁড়ালেন, আল্লাহ্র তাকওয়া অবলম্বনের নির্দেশ দিলেন, আল্লাহ্র আনুগত্যের প্রতি উৎসাহিত করলেন, এবং জনগণকে উপদেশ দিলেন ও স্মরণ করিয়ে দিলেন। এরপর তিনি মহিলাদের দিকে এগিয়ে গেলেন এবং তাদের উপদেশ দিলেন ও স্মরণ করিয়ে বললেন: "তোমরা সাদকা করো, কেননা তোমাদের অধিকাংশই জাহান্নামের ইন্ধন হবে।" তখন মধ্যম সারির গাল কালো বর্ণের একজন নারী দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন: হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! এর কারণ কী? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: "কারণ তোমরা বেশি অভিযোগ করো এবং স্বামীর (উপকার) অস্বীকার করো।"