الشريعة للآجري
Ash Shariyyah lil Ajurri
আশ শারইয়্যাহ লিল আজুররী
33 - وَحَدَّثَنَا ابْنُ عَبْدِ الْحَمِيدِ أَيْضًا قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ قَالَ: أنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ قَالَ: حَدَّثَنَا كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: كُنَّا قُعُودًا حَوْلَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَسْجِدِهِ بِالْمَدِينَةِ، فَجَاءَهُ جِبْرِيلُ عليه السلام بِالْوَحْيِ ، فَذَكَرَ حَدِيثًا طَوِيلًا قَالَ فِيهِ: جَاءَكُمْ جِبْرِيلُ عليه السلام يَتَعَاهَدُ دِينَكُمْ «لَتَسْلُكُنَّ سُنَنَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ وَلَتَأْخُذُنَّ بِمِثْلِ أَخَذْهِمْ، إِنْ شِبْرًا بِشِبْرٍ، وَإِنْ ذِرَاعًا بِذِرَاعٍ، وَإِنْ بَاعًا بِبَاعٍ، حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ لَدَخَلْتُمْ فِيهِ»
অনুবাদঃ তাঁর দাদা (আমর ইবন আওফ) রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা মদীনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে তাঁর চারপাশে বসে ছিলাম। অতঃপর তাঁর কাছে জিবরীল আলাইহিস সালাম ওহী নিয়ে এলেন। তিনি একটি দীর্ঘ হাদীস বর্ণনা করেন, যার মধ্যে তিনি বলেন: তোমাদের কাছে জিবরীল আলাইহিস সালাম এসেছেন তোমাদের ধর্মকে সুপ্রতিষ্ঠিত করার জন্য। [তিনি বললেন:] "তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পথ অনুসরণ করবে, জুতার হুবহু জুতা অনুসরণ করার মতো। তোমরা তাদের রীতি-নীতি গ্রহণ করবে—এক বিঘত হলে এক বিঘত, এক হাত হলে এক হাত, এক বাহু হলে এক বাহু। এমনকি, যদি তারা কোনো দব বা গুঁই সাপের গর্তে প্রবেশ করে, তবে তোমরাও তাতে প্রবেশ করবে।"