الشريعة للآجري
Ash Shariyyah lil Ajurri
আশ শারইয়্যাহ লিল আজুররী
2056 - وَحَدَّثَنَا الْفِرْيَابِيُّ قَالَ: حَدَّثَنِي أَبُو عَلِيٍّ الْحَسَنُ بْنُ عُمَرَ الشَّقِيقِيُّ ⦗ص: 2549⦘ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ عَمْرِو بْنِ مَالِكٍ ، عَنْ أَبِي الْجَوْزَاءِ ، أَنَّهُ ذَكَرَ أَصْحَابَ الْأَهْوَاءِ فَقَالَ: وَالَّذِي نَفْسُ أَبِي الْجَوْزَاءِ بِيَدِهِ ، لِأَنْ تَمْتَلِئَ دَارِي قِرَدَةً وَخَنَازِيرَ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يُجَاوِرَنِي رَجُلٌ مِنْهُمْ ، وَلَقَدْ دَخَلُوا فِي هَذِهِ الْآيَةِ {هَا أَنْتُمْ أُولَاءِ تُحِبُّونَهُمْ وَلَا يُحِبُّونَكُمْ وَتُؤْمِنُونَ بِالْكِتَابِ كُلِّهِ وَإِذَا لَقُوكُمْ قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ قُلْ مُوتُوا بِغَيْظِكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ}
অনুবাদঃ শপথ সেই সত্তার, যার হাতে আবূল জাওযার প্রাণ, আমার ঘর বানর ও শূকরে ভরে যাওয়া আমার নিকট অধিক প্রিয়, তাদের (আহওয়ায়/বিদআতী) কোনো লোক আমার প্রতিবেশী হওয়ার চেয়ে। আর তারা অবশ্যই এই আয়াতের অন্তর্ভুক্ত: {তোমরাই তো তারা, যারা তাদেরকে ভালোবাসো, অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না। তোমরা (আল্লাহর) সকল কিতাবে বিশ্বাস করো। আর যখন তারা তোমাদের সাথে মিলিত হয়, তখন বলে, ‘আমরা ঈমান এনেছি।’ অথচ যখন তারা একান্তে থাকে, তখন তোমাদের প্রতি আক্রোশে আঙ্গুলের ডগা কামড়ায়। বলুন, ‘তোমরা তোমাদের আক্রোশেই মরো।’ নিশ্চয় আল্লাহ্ অন্তরের গোপন বিষয় সম্পর্কে সম্যক অবগত।} (সূরা আলে ইমরান ৩:১১৯)