الشريعة للآجري
Ash Shariyyah lil Ajurri
আশ শারইয়্যাহ লিল আজুররী
2049 - وَحَدَّثَنَا الْفِرْيَابِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى قَالَ: انْصَرَفَ مَالِكُ بْنُ أَنَسٍ يَوْمًا مِنَ الْمَسْجِدِ وَهُوَ مُتَّكِئٌ عَلَى يَدِي ، قَالَ: فَلَحِقَهُ رَجُلٌ يُقَالُ لَهُ: أَبُو الْجُوَيْرِيَةِ ، كَانَ يُتَّهَمُ بِالْإِرْجَاءِ ، فَقَالَ: يَا أَبَا عَبْدِ اللَّهِ ، اسْمَعْ مِنِّي شَيْئًا أُكَلِّمُكَ بِهِ وَأُحَاجُّكَ وَأُخْبِرُكَ بِرَأْيِي؛ قَالَ لَهُ مَالِكٌ: فَإِنْ غَلَبْتَنِي؟ قَالَ: إِنْ غَلَبْتُكَ اتَّبَعْتَنِي؛ قَالَ: فَإِنْ جَاءَنَا رَجُلٌ آخَرُ فَكَلَّمَنَا فَغَلَبَنَا؟ . قَالَ: نَتَّبِعُهُ ، فَقَالَ مَالِكٌ: يَا عَبْدَ اللَّهِ ، بَعَثَ اللَّهُ عز وجل مُحَمَّدًا صلى الله عليه وسلم بِدِينٍ وَاحِدٍ وَأَرَاكَ تَنْتَقِلُ مِنْ دِينٍ إِلَى دِينٍ قَالَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ: مَنْ جَعَلَ دِينَهُ غَرَضًا لِلْخُصُومَاتِ أَكْثَرَ التَّنَقُّلَ
অনুবাদঃ মা‘ন ইবনু ঈসা বলেন: একদিন মালিক ইবনু আনাস (রহিমাহুল্লাহ) মসজিদ থেকে বের হলেন, আর তিনি আমার হাতের উপর ভর দিয়ে ছিলেন। তখন আবূল জুওয়াইরিয়াহ নামক এক ব্যক্তি তাঁর সাথে সাক্ষাৎ করল, যার বিরুদ্ধে ‘ইরজা’ (মুরজিয়া মতবাদ)-এর অভিযোগ ছিল। সে বলল: হে আবূ আবদুল্লাহ! আমার কাছ থেকে কিছু শুনুন যা নিয়ে আমি আপনার সাথে কথা বলব, আপনার সাথে বিতর্ক করব এবং আমার মতামত জানাব। মালিক তাকে জিজ্ঞেস করলেন: যদি আপনি আমাকে পরাস্ত করেন? সে বলল: যদি আমি আপনাকে পরাস্ত করি, তবে আপনি আমাকে অনুসরণ করবেন। মালিক জিজ্ঞেস করলেন: যদি অন্য কোনো লোক এসে আমাদের সাথে কথা বলে এবং আমাদেরকে পরাস্ত করে? সে বলল: তাহলে আমরা তাকে অনুসরণ করব। তখন মালিক বললেন: হে আল্লাহর বান্দা! আল্লাহ তা‘আলা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে একটিমাত্র দীন (ধর্ম) দিয়ে প্রেরণ করেছেন, আর আমি দেখছি যে আপনি এক দীন থেকে আরেক দীনে স্থানান্তরিত হচ্ছেন। উমার ইবনু আবদুল আযীয (রহিমাহুল্লাহ) বলেছেন: যে ব্যক্তি তার দীনকে বিতর্কের লক্ষ্যবস্তু বানায়, সে ঘন ঘন অবস্থান পরিবর্তন করে (বার বার মত পাল্টায়)।