الحديث


الشريعة للآجري
Ash Shariyyah lil Ajurri
আশ শারইয়্যাহ লিল আজুররী





الشريعة للآجري (2044)


2044 - حَدَّثَنَا الْفِرْيَابِيُّ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ قَالَ: كَانَ أَبُو قِلَابَةَ يَقُولُ: لَا تُجَالِسُوا أَهْلَ الْأَهْوَاءِ وَلَا تُجَادِلُوهُمْ ، فَإِنِّي لَا آمَنُ أَنْ يَغْمِسُوكُمْ فِي الضَّلَالَةِ أَوْ يَلْبِسُوا عَلَيْكُمْ فِي الدِّينِ بَعْضَ مَا لُبِّسَ عَلَيْهِمْ




অনুবাদঃ আবূ কিলাবাহ বলতেন: তোমরা ভ্রান্ত মতাদর্শী বা বিদ'আতিদের (আহলুল আহওয়া) সাথে উঠাবসা করো না এবং তাদের সাথে তর্ক-বিতর্ক করো না। কারণ আমি শঙ্কামুক্ত নই যে, তারা তোমাদেরকে গোমরাহীর (পথভ্রষ্টতার) মধ্যে নিমজ্জিত করে দেবে, অথবা তারা নিজেরা যে বিষয়ে সন্দেহের শিকার হয়েছে, তোমাদের দীনের মধ্যে সে বিষয়েও তোমাদের জন্য সন্দেহ সৃষ্টি করে দেবে।