حلية الأولياء
Hilyatul Awliya
হিলইয়াতুল আওলিয়া
حلية الأولياء (14920)
• سمعت أبي يقول: حكي لي عنه أنه قال: لكل شيء أول، وأول الخير الاستغفار، قال تعالى: {(استغفروا ربكم إنه كان غفارا)} يعني لا يزال يغفر للمستغفرين.
حامد شاذة
অনুবাদঃ হামেদ শাযাহ থেকে বর্ণিত, তিনি বলেন: প্রত্যেক জিনিসেরই একটি শুরু আছে, আর কল্যাণের শুরু হলো ক্ষমা প্রার্থনা (ইস্তিগফার)। আল্লাহ তাআলা বলেছেন: (তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল)। অর্থাৎ, তিনি ক্ষমা প্রার্থনাকারীদের সর্বদা ক্ষমা করতে থাকেন।