المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
1301 - وَعَن ثَابت أَنه قَالَ: " يَا أَبَا حَمْزَة اشتكيت. فَقَالَ أنس: أَلا أرقيك برقية رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ؟ قَالَ بلَى! قَالَ: اللَّهُمَّ رب النَّاس مَذْهَب الْبَأْس اشف أَنْت الشافي، لَا شافي إِلَّا أَنْت، شِفَاء لَا يُغَادر سقماً " رَوَاهُ البُخَارِيّ.
অনুবাদঃ তাবিত থেকে বর্ণিত, তিনি (আনাস রাদিয়াল্লাহু আনহু-এর কুনিয়াত উল্লেখ করে) বললেন, "হে আবূ হামযাহ, আমি অসুস্থ হয়ে পড়েছি।" তখন আনাস (রাদিয়াল্লাহু আনহু) বললেন, "আমি কি আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রুকিয়া (দোয়া) দ্বারা ঝেড়ে দেব না?" তিনি (তাবিত) বললেন, "হ্যাঁ, অবশ্যই!" তিনি (আনাস) বললেন, "[দোয়াটি হল:] اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَأْسِ اشْفِ أَنْتَ الشَّافِي لَا شَافِيَ إِلَّا أَنْتَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا (হে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী! আরোগ্য দান করুন, আপনিই আরোগ্য দানকারী। আপনি ছাড়া আর কোনো আরোগ্য দানকারী নেই। এমন আরোগ্য দিন যা কোনো রোগ অবশিষ্ট রাখবে না)।" (বুখারী)