الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (5)


5 - أخبرنَا مُحَمَّد بن عِيسَى عَن ابْن الْمُبَارك عَن إِسْمَاعِيل عَن قيس عَن عَمْرو بن الْعَاصِ قَالَ قلت يَا رَسُول الله أَي النَّاس أحب إِلَيْك قَالَ عَائِشَة قلت لَيْسَ من النِّسَاء قَالَ أَبوهَا




অনুবাদঃ ৫ – মুহাম্মাদ ইবনে ঈসা আমাদেরকে খবর দিয়েছেন ইবনুল মুবারক থেকে, তিনি ইসমাঈল থেকে, তিনি কাইস থেকে, তিনি আমর ইবনুল আস (রাঃ) থেকে। তিনি বললেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (সাঃ)! মানুষের মধ্যে আপনার নিকট সর্বাধিক প্রিয় কে? তিনি বললেন, আয়েশা। আমি বললাম, নারীদের মধ্য থেকে (নয়)? তিনি বললেন, তার পিতা।

[নোটঃ AI দ্বারা অনূদিত]