الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (45)


45 - أخبرنَا مُحَمَّد بن الْمثنى قَالَ ثَنَا يحيى بن حَمَّاد قَالَ ثَنَا أَبُو عوَانَة عَن سُلَيْمَان قَالَ ثَنَا حبيب بن أبي ثَابت عَن أبي الطُّفَيْل عَن زيد بن أَرقم قَالَ لما رَجَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن حجَّة الْوَدَاع وَنزل غَدِير خم أَمر بدوحات فقممن ثمَّ قَالَ كَأَنِّي قد دعيت فأجبت إِنِّي قد تركت فِيكُم الثقلَيْن أَحدهمَا أكبر من الآخر كتاب الله وعترتي أهل بَيْتِي فانظروا كَيفَ تخلفوني فيهمَا فَإِنَّهُمَا لن يَتَفَرَّقَا حَتَّى يردا عَليّ الْحَوْض ثمَّ قَالَ إِن الله مولَايَ وَأَنا ولي كل مُؤمن ثمَّ أَخذ بيَدي عَليّ فَقَالَ من كنت وليه فَهَذَا وليه اللَّهُمَّ وَال من وَالَاهُ وَعَاد من عَادَاهُ
فَقلت لزيد سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا كَانَ فِي الدوحات رجل إِلَّا رَآهُ بِعَيْنِه وسَمعه بِإِذْنِهِ




অনুবাদঃ ৪৫ - আমাদেরকে মুহাম্মাদ ইবনুল মুসান্না খবর দিয়েছেন। তিনি বলেন, আমাদেরকে ইয়াহইয়া ইবনু হাম্মাদ বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদেরকে আবূ আওয়ানা বর্ণনা করেছেন সুলাইমান থেকে। তিনি বলেন, আমাদেরকে হাবীব ইবনু আবী ছাবিত বর্ণনা করেছেন আবূ তুফায়ল থেকে। তিনি যায়িদ ইবনু আরকাম (রাঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি (যায়িদ) বলেন:

যখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিদায় হজ থেকে ফিরলেন এবং গাদীর খুম নামক স্থানে অবতরণ করলেন, তিনি কতগুলো বড় গাছের নিচের স্থান (অথবা ছাউনি) পরিষ্কার করার নির্দেশ দিলেন, অতঃপর তা পরিষ্কার করা হলো। এরপর তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: "আমার মনে হচ্ছে যে আমাকে (আল্লাহর পক্ষ থেকে) ডাকা হয়েছে এবং আমি সেই ডাকে সাড়া দিয়েছি। আমি তোমাদের মাঝে দু'টি ভারী জিনিস (বা মহামূল্যবান সম্পদ) রেখে যাচ্ছি। সেগুলোর একটি অন্যটির চেয়ে বড় বা মহৎ: আল্লাহর কিতাব এবং আমার বংশধর (গোত্র), অর্থাৎ আমার আহলে বাইত (পরিবার-পরিজন)। অতএব, তোমরা লক্ষ্য করো, এ দু'টির ব্যাপারে তোমরা আমার পরে কেমন আচরণ করো। নিশ্চয়ই এ দু'টি কখনো বিচ্ছিন্ন হবে না, যতক্ষণ না তারা আমার সাথে হাউজে (কাউসারে) মিলিত হয়।" অতঃপর তিনি (পুনরায়) বললেন: "নিশ্চয়ই আল্লাহ আমার মাওলা (অভিভাবক/প্রভু) এবং আমি প্রত্যেক মুমিনের অভিভাবক (ওয়ালী)।" অতঃপর তিনি আলী (রাঃ)-এর হাত ধরলেন এবং বললেন: "আমি যার ওয়ালী (অভিভাবক/বন্ধু), এই আলীও তার ওয়ালী। হে আল্লাহ! যে তাকে বন্ধু বানায়, তুমি তাকেও বন্ধু বানাও, আর যে তার সাথে শত্রুতা করে, তুমি তার সাথে শত্রুতা করো।"

(আবূ তুফায়ল বলেন) আমি যায়িদকে জিজ্ঞেস করলাম: আপনি কি এটি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছ থেকে শুনেছেন? তিনি বললেন: ওই গাছের নীচে যত মানুষ উপস্থিত ছিল, তাদের প্রত্যেকেই তা নিজ চোখে দেখেছে এবং কানে শুনেছে।

[নোটঃ AI দ্বারা অনূদিত]