الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (280)


280 - أخبرنَا أَحْمد بن حَفْص بن عبد الله قَالَ حَدثنِي أبي عَن إِبْرَاهِيم بن طهْمَان عَن أبي عُثْمَان عَن أنس بن مَالك قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا مر بجنبات أم سليم دخل عَلَيْهَا فَسلم عَلَيْهَا
أم الْفضل رَضِي الله عَنْهَا




অনুবাদঃ ২৮০- আহমাদ ইবনু হাফস ইবনু আব্দুল্লাহ আমাদের খবর দিয়েছেন, তিনি বলেন, আমার পিতা আমাকে হাদীস শুনিয়েছেন, তিনি ইবরাহীম ইবনু তাহমান থেকে, তিনি আবূ উসমান থেকে, তিনি আনাস ইবনু মালিক (রাদিয়াল্লাহু ‘আনহু) থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন উম্মে সুলাইম (রাদিয়াল্লাহু ‘আনহা)-এর বাড়ির নিকট দিয়ে যেতেন, তখন তিনি তাঁর নিকট প্রবেশ করতেন এবং তাঁকে সালাম দিতেন।

উম্মুল ফাদল (রাদিয়াল্লাহু ‘আনহা)।

[নোটঃ AI দ্বারা অনূদিত]