الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (258)


258 - أخبرنَا قُتَيْبَة بن سعيد قَالَ أَنا حميد وَهُوَ ابْن عبد الرَّحْمَن عَن هِشَام بن عُرْوَة عَن أَبِيه عَن عَائِشَة قَالَت مَا غرت على امْرَأَة مَا غرت على خَدِيجَة من كَثْرَة ذكر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَهَا قَالَت وَتَزَوَّجنِي بعْدهَا بِثَلَاث سِنِين




অনুবাদঃ ২৫৮ - কুতায়বা ইবনু সাঈদ আমাদের খবর দিয়েছেন, তিনি বলেন: হুমায়দ—যিনি ইবনু আব্দুর রহমান—আমাদের খবর দিয়েছেন। তিনি হিশাম ইবনু উরওয়াহ থেকে, তিনি তাঁর পিতা থেকে, তিনি আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণনা করেন। তিনি (আয়িশাহ) বলেছেন: আমি খাদীজাহ (রাদিয়াল্লাহু আনহা)-এর ওপর যতটুকু ঈর্ষা (বা হিংসা) করেছি, অন্য কোনো নারীর ওপর ততটা ঈর্ষা করিনি; রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তাঁকে বারবার স্মরণ করার কারণে। তিনি (আয়িশাহ) আরও বলেন: আর তিনি (নবীজী) তাঁর (খাদীজাহর ওফাতের) তিন বছর পর আমাকে বিয়ে করেন।

[নোটঃ AI দ্বারা অনূদিত]