فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ
256 - أخبرنَا سُلَيْمَان بن سلم قَالَ أَنا النَّضر قَالَ أَنا هِشَام قَالَ أَخْبرنِي أبي عَن عَائِشَة أَنَّهَا قَالَت مَا غرت على امْرَأَة لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَمَا غرت لِخَدِيجَة لِكَثْرَة ذكر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِيَّاهَا وثنائه عَلَيْهَا وَقد أُوحِي إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن يبشرها بِبَيْت فِي الْجنَّة
অনুবাদঃ ২৫৬ - আমাদেরকে সুলাইমান ইবনে সালম খবর দিয়েছেন, তিনি বলেছেন, আন-নাদ্বর আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, হিশাম আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমার পিতা আয়িশা (রাদিয়াল্লাহু ‘আনহা) হতে আমাকে খবর দিয়েছেন, যে তিনি (আয়িশা) বলেছেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো স্ত্রীর প্রতি ততটা ঈর্ষা অনুভব করিনি, যতটা আমি খাদীজাহ (রাদিয়াল্লাহু ‘আনহা)-এর জন্য করেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে অধিক পরিমাণে স্মরণ করতেন এবং তাঁর প্রশংসা করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছিল যে তিনি যেন খাদীজাহকে জান্নাতে একটি গৃহের সুসংবাদ দেন।
[নোটঃ AI দ্বারা অনূদিত]