الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (248)


248 - أخبرنَا عَمْرو بن عَليّ قَالَ أَنا يحيى قَالَ أَنا شُعْبَة قَالَ أَنا عَمْرو بن مرّة عَن مرّة عَن أبي مُوسَى قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كمل من الرِّجَال كثير وَلم يكمل من النِّسَاء إِلَّا مَرْيَم ابْنة عمرَان وآسية امْرَأَة فِرْعَوْن




অনুবাদঃ ২৪৮ - আমর ইবনু আলী আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন, ইয়াহইয়া আমাদের জানিয়েছেন, তিনি বলেছেন, শু'বাহ আমাদের জানিয়েছেন, তিনি বলেছেন, আমর ইবনু মুররাহ আমাদেরকে জানিয়েছেন, তিনি মুররাহ হতে, তিনি আবূ মূসা (রাঃ) হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা লাভ করেছেন, কিন্তু নারীদের মধ্যে পূর্ণতা লাভ করেননি মারয়াম বিনতে ইমরান এবং ফেরাউনের স্ত্রী আসিয়া ব্যতীত।

[নোটঃ AI দ্বারা অনূদিত]