فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ
21 - أخبرنَا نوح بن حبيب قَالَ ثَنَا عبد الرَّزَّاق قَالَ أَنا معمر عَن الزُّهْرِيّ عَن سَالم عَن أَبِيه قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بَيْنَمَا أَنا نَائِم رَأَيْت أَنِّي أتيت بقدح فَشَرِبت مِنْهُ حَتَّى إِنِّي أرى الرّيّ يخرج ثمَّ أَعْطَيْت فضلي عمر قَالُوا فَمَا أولت يَا رَسُول الله قَالَ الْعلم
অনুবাদঃ ২১ - নূহ ইবনু হাবীব আমাদের কাছে খবর দিয়েছেন, তিনি বলেছেন, আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন আব্দুর রাযযাক, তিনি বলেছেন, আমাকে মা’মার অবহিত করেছেন যুহরী থেকে, তিনি সালিম থেকে, তিনি তাঁর পিতা (আবদুল্লাহ ইবনু উমার) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“একদা আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমি দেখলাম যে, আমার কাছে একটি পাত্র আনা হলো। আমি তা থেকে পান করলাম, এমন কি আমি দেখলাম যে, তৃপ্তি (বা সতেজতা) বের হচ্ছে। অতঃপর আমার অতিরিক্ত অংশটুকু আমি উমারকে দিলাম।”
(সাহাবীগণ) জিজ্ঞেস করলেন, “হে আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আপনি এর কী ব্যাখ্যা করলেন?” তিনি বললেন: “ইলম (জ্ঞান)।”
[নোটঃ AI দ্বারা অনূদিত]