الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (19)


19 - أخبرنَا مُحَمَّد بن رَافع وَالْحسن بن مُحَمَّد قَالَا ثَنَا سُلَيْمَان بن دَاوُود قَالَ أَنا إِبْرَاهِيم هُوَ بن سعد عَن أَبِيه عَن أبي سَلمَة عَن أبي هُرَيْرَة قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قد كَانَ فِيمَا خلا قبلكُمْ من الْأُمَم نَاس يحدثُونَ فَإِن يكن فِي أمتِي هَذِه أحد مِنْهُم فعمر بن الْخطاب




অনুবাদঃ ১৯ – আমাদেরকে মুহাম্মাদ ইবনু রাফি' এবং আল-হাসান ইবনু মুহাম্মাদ খবর দিয়েছেন। তাঁরা উভয়ে বলেছেন, আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন সুলাইমান ইবনু দাউদ। তিনি বলেছেন, আমাদেরকে জানিয়েছেন ইবরাহীম – ইনি হলেন ইবনু সা'দ – তাঁর পিতা থেকে, তিনি আবূ সালামাহ থেকে, তিনি আবূ হুরায়রাহ (রাঃ) থেকে।

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: তোমাদের পূর্বে অতীত হওয়া জাতিসমূহের মধ্যে এমন লোক ছিল, যাদের সাথে (জান্নাতের পক্ষ থেকে) কথা বলা হতো (অর্থাৎ যারা মুহাদ্দাস ছিলেন)। সুতরাং, যদি আমার এই উম্মতের মধ্যে তাদের কেউ থাকে, তবে তিনি হলেন উমার ইবনুল খাত্তাব।

[নোটঃ AI দ্বারা অনূদিত]