عمل اليوم والليلة للنسائي
Amalul-Yawmi wal-Laylah lin-Nasa’i
আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ
1136 - أخبرنَا زِيَاد بن أَيُّوب قَالَ حَدثنَا ابْن علية قَالَ حَدثنَا يُونُس عَن حميد بن هِلَال عَن هصان بن كَاهِل قَالَ دخلت الْمَسْجِد فَجَلَست إِلَى شيخ فَقَالَ حَدثنِي معَاذ بن جبل عَن رَسُول الله قَالَ
مَا من نفس تَمُوت تشهد أَن لَا إِلَه إِلَّا الله وَإِنِّي رَسُول الله يرجع ذَلِك إِلَى قلب صدق الا غفر الله لَهَا قلت أَنْت سمعته من معَاذ بن جبل فَكَأَن الْقَوْم عنفوني (قَالَ) لَا تعنفوه أَنا سَمِعت ذَلِك من معَاذ بن جبل عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قلت لبَعْضهِم من هَذَا قَالُوا هَذَا عبد الرَّحْمَن بن سَمُرَة
অনুবাদঃ মু’আয ইবনু জাবাল (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: যে কোনো ব্যক্তিই মৃত্যুবরণ করে এবং সে এই সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ (উপাস্য) নেই এবং আমি আল্লাহর রাসূল, আর তার এই সাক্ষ্য কোনো সত্যনিষ্ঠ অন্তর থেকে উৎসারিত হয়, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন।
(বর্ণনাকারী হিব্বান ইবনু কাহিল শায়খকে জিজ্ঞেস করলেন: আপনি কি মু’আয ইবনু জাবাল (রাদিয়াল্লাহু আনহু)-এর নিকট থেকে এটি নিজ কানে শুনেছেন? তখন লোকজন যেন আমাকে তিরস্কার করল। শায়খ বললেন: তোমরা তাকে তিরস্কার করো না। আমি নিজেই তা মু’আয ইবনু জাবাল (রাদিয়াল্লাহু আনহু)-এর নিকট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সূত্রে শুনেছি। পরবর্তীতে শায়খটির পরিচয় জানতে চাওয়া হলে বলা হয়, ইনি আবদুর রহমান ইবনু সামুরাহ।)