شرح السنة للبغوي
Sharhus Sunnah lil Bagawi
শারহুস সুন্নাহ লিল বাগাওয়ী
4412 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي تَوْبَةَ، أَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الْحَارِثِيُّ، أَنَا مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، أَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَحْمُودٍ، أَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ الْخَلالُ، نَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ هُشَيْمِ بْنِ بَشِيرٍ، أَنَا زَكَرِيَّا بْنُ أَبِي مَرْيَمَ الْخُزَاعِيُّ، قَالَ: سَمِعْتُ أَبَا أُمَامَةَ الْبَاهِلِيَّ، يَقُولُ: " إِنَّ مَا بَيْنَ شَفِيرِ جَهَنَّمَ إِلَى قَعْرِهَا مَسِيرَةَ سَبْعِينَ خَرِيفًا مِنْ حَجَرٍ يَهْوِي، أَوْ قَالَ: صَخْرَةٍ تَهْوِي كَعَشْرٍ عُشَرَاوَاتٍ عِظَامٍ سِمَانٍ "، فَقَالَ لَهُ مَوْلًى لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ خَالِدِ بْنِ الْوَلِيدِ: هَلْ تَحْتَ ذَلِكَ شَيْءٌ يَا أَبَا أُمَامَةَ؟ قَالَ: «نَعَمْ، غَيٌّ وَآثَامٌ».
وَرُوِيَ أَنَّ عُمَر بْن الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، كَانَ يَقُولُ: «أَكْثِرُوا ذِكْرَ النَّارِ، فَإِنَّ حَرَّهَا شَدِيدٌ، وَإِنَّ قَعْرَهَا بَعِيدٌ، وَإِنَّ مَقَامِعَهَا حَدِيدٌ».
অনুবাদঃ আবু উমামা আল-বাহিলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন:
নিশ্চয়ই জাহান্নামের কিনার (প্রান্ত) থেকে তার তলদেশ পর্যন্ত (দূরত্ব হলো) সত্তর বছরের পথ—যদি একটি পাথর বা (তিনি বললেন) দশটি বড় ও মোটাতাজা উটনীর মতো একটি বিশাল শিলাখণ্ড পতিত হতে থাকে (তবুও সত্তর বছরে তলায় পৌঁছায় না)।
তখন আবদুর রহমান ইবনে খালিদ ইবনুল ওয়ালিদের একজন আযাদকৃত গোলাম তাঁকে জিজ্ঞাসা করলেন: হে আবু উমামা! এর নিচে কি আর কিছু আছে? তিনি বললেন: "হ্যাঁ, আছে। ’গাইয়্যুন’ (জাহান্নামের একটি গভীর উপত্যকা) এবং ’আসাম’ (পাপরাশি)।"
আরও বর্ণিত আছে যে, উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলতেন: "তোমরা জাহান্নামের স্মরণ বেশি করো। কারণ তার উত্তাপ অত্যন্ত কঠিন, তার তলদেশ সুদূর বিস্তৃত, এবং তাকে প্রহারের দণ্ডগুলো লোহা নির্মিত।"