الأحاديث المختارة
Al Ahaadisul Mukhtarah
আল আহাদীসুল মুখতারাহ
الأحاديث المختارة (4478)
4478 - وَبِهِ حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ يَزِيدَ النَّحْوِيِّ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ فَإِنْ جَاءُوكَ فَاحْكُمْ بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ سورة المائدة آية فَنُسِخَتْ ، قَالَ : فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ سورة المائدة آية *
অনুবাদঃ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আল্লাহ্র বাণী: "যদি তারা তোমার কাছে আসে, তবে তুমি তাদের মাঝে বিচার নিষ্পত্তি করো অথবা তাদের থেকে মুখ ফিরিয়ে নাও" (সূরা আল-মায়িদাহ, আয়াত), এই আয়াতটি রহিত (মানসুখ) হয়ে গিয়েছিল। তিনি (ইবনু আব্বাস) বলেন, (এরপর নির্দেশ আসে): "সুতরাং তুমি তাদের মাঝে বিচার নিষ্পত্তি করো আল্লাহ যা নাযিল করেছেন সেই অনুযায়ী।" (সূরা আল-মায়িদাহ, আয়াত)।