البعث والنشور للبيهقي
Al Ba`s Wan Nushur lil Bayhaqi
আল-বা’স ওয়ান-নুশুর লিল বায়হাক্বী
581 - وَأَخْبَرَنَا مُحَمَّدٌ، أَنْبَأَ أَبُو عَبْدِ اللَّهِ، ثنا مُحَمَّدُ بْنُ غَالِبٍ، ثنا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ، ثنا عَمْرُو بْنُ مُحَمَّدٍ الْعَنْقَزِيُّ، عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ: {إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا} [الفرقان: 65] ، قَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ سَأَلَ الْكُفَّارَ عَنْ نِعْمَةٍ، فَلَمْ يَجِدْهُ عِنْدَهُمْ، فَأَغْرَمَهُمْ، فَأَدْخَلَهُمُ النَّارَ»
অনুবাদঃ মুহাম্মাদ ইবনু কা'ব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি সূরা ফুরকানের ৬৫ নং আয়াত: {নিশ্চয়ই এর (জাহান্নামের) শাস্তি ছিল অপরিহার্য} এর ব্যাখ্যায় বলেন: "নিশ্চয়ই আল্লাহ আয্যা ওয়া জাল্লা কাফিরদেরকে নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, অতঃপর তাদের কাছে তা খুঁজে পাবেন না, ফলে তিনি তাদেরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করবেন, এবং অতঃপর তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন।"