البعث والنشور للبيهقي
Al Ba`s Wan Nushur lil Bayhaqi
আল-বা’স ওয়ান-নুশুর লিল বায়হাক্বী
577 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، وَمُحَمَّدُ بْنُ مُوسَى، قَالَا: ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا يَحْيَى بْنُ أَبِي طَالِبٍ، أَنْبَأَ عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، أَنْبَأَ الرَّبِيعُ بْنُ بَرَّةَ، عَنِ الْفَضْلِ الرَّقَاشِيِّ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَرَأَ هَذِهِ الْآيَةَ {كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ} [النساء: 56] ، قَالَ: يَا كَعْبُ، أَخْبِرْنِي بِتَفْسِيرِهَا، فَإِنْ صَدَقْتَ صَدَقْتُكَ، وَإِنْ كَذَبْتَ رَدَدْتُ عَلَيْكَ، فَقَالَ: إِنَّ جِلْدَ ابْنِ آدَمَ يُحْرَقُ وَيُجَدَّدُ فِي سَاعَةٍ أَوْ فِي مِقْدَارِ سَاعَةٍ سِتَّةَ آلَافِ مَرَّةٍ، قَالَ: صَدَقْتَ
অনুবাদঃ উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি এই আয়াতটি পাঠ করলেন: "যখনই তাদের চামড়া গলে যাবে, আমরা তার স্থলে তাদেরকে অন্য চামড়া বদলে দেব, যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে।" (সূরা নিসা: ৫৬)। তিনি (উমার) বললেন: হে কা’ব, এর ব্যাখ্যা আমাকে বলো। তুমি যদি সত্য বলো, তাহলে আমি তোমাকে সত্যবাদী মনে করব, আর যদি মিথ্যা বলো, তবে আমি তোমার কথা প্রত্যাখ্যান করব। তখন তিনি (কা'ব) বললেন: নিশ্চয় আদম সন্তানের চামড়া এক ঘণ্টায় অথবা এক ঘণ্টার পরিমাণ সময়ে ছয় হাজার বার পুড়িয়ে ফেলা হবে এবং নতুন করে তৈরি করা হবে। তিনি (উমার) বললেন: তুমি সত্য বলেছ।