السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী
3484 - وَرَوَاهُ هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، بِمَعْنَاهُ غَيْرَ أَنَّهُ قَالَ: «خُذِيهَا وَاشْتَرِطِي لَهُمُ الْوَلَاءَ فَإِنَّمَا الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ» فَفَعَلَتْ عَائِشَةُ وَقَدْ ذَكَرْنَا إِسْنَادَهُ، وَالزُّهْرِيُّ أَحْفَظُ مِنْ هِشَامٍ وَمَعَ رِوَايَةِ الزُّهْرِيِّ رِوَايَةُ عَمْرَةَ وَالْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، وَالْأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَائِشَةَ، وَرِوَايَةُ ابْنِ عُمَرَ، وَأَبِي هُرَيْرَةَ لَيْسَ فِي رِوَايَةُ وَاحِدٍ مِنْهُمْ أَنَّهُ أَمَرَهَا بِالِاشْتِرَاطِ
অনুবাদঃ আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত...
হিশাম ইবনু উরওয়াহ তাঁর পিতা সূত্রে আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে অনুরূপ অর্থবোধক হাদীস বর্ণনা করেছেন, তবে তিনি (হিশাম) বলেছেন: "তুমি তাকে (বারীরাকে) খরিদ করে নাও এবং তাদের জন্য ওয়ালা-এর (মুক্তির অধিকারের) শর্ত আরোপ করো। কেননা, ওয়ালা (মুক্তির অধিকার) কেবল তার জন্যই, যে মুক্ত করে।"
অতঃপর আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাই করলেন। আমরা এর সনদ উল্লেখ করেছি। তবে (মুহাদ্দিসদের মতে) যুহরী, হিশাম-এর চেয়ে অধিক হাফিয (স্মৃতিশক্তিসম্পন্ন)। যুহরী-এর বর্ণনা ছাড়াও (এই হাদীসটি) আমর্যাহ, কাসিম ইবনু মুহাম্মাদ এবং আসওয়াদ ইবনু ইয়াযিদ-এর সূত্রে আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত আছে এবং ইবনু উমর ও আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এরও বর্ণনা রয়েছে। তাঁদের কারো বর্ণনায় এমন উল্লেখ নেই যে, তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ওয়ালা-এর শর্ত করার জন্য তাঁকে (আয়িশা রাঃ-কে) আদেশ করেছিলেন।