الحديث


المعجم الكبير للطبراني
Al-Mu’jamul Kabir lit-Tabarani
আল-মুজামুল কাবীর লিত-তাবরানী





المعجم الكبير للطبراني (21209)


21209 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ الرَّاسِبِيُّ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ زَمْعَةَ أَخْبَرَهُ ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فِي خُطْبَتِهِ ، ذَكَرَ النَّاقَةَ وَالَّذِي عَقَرَهَا ، فَقَالَ : ` إِذِ انْبَعَثَ أَشْقَاهَا سورة الشمس آية ، انْبَعَثَ رَجُلٌ عَزِيزٌ ، عَارِمٌ ، مَنِيعٌ فِي قَوْمِهِ مِثْلُ أَبِي زَمْعَةَ . ثُمَّ ذَكَرَ النِّسَاءَ ` ، فَقَالَ : ` إِلَى مَا يَعْمَدُ أَحَدُكُمْ إِلَى امْرَأَتِهِ ، فَيَجْلِدُهَا جَلْدَ الْعَبْدِ ، وَلَعَلَّهُ يُضَاجِعُهَا مِنْ آخِرِ يَوْمِهِ ` . ثُمَّ وَعَظَهُمْ مِنْ ضَحِكِهِمْ مِنَ الضَّرْطَةِ ، فَقَالَ : ` مَا يُضْحِكُ أَحَدَكُمْ مِمَّا يَفْعَلُ ` *




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে যামআ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:

একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর খুতবায় উটনী এবং যে তাকে হত্যা করেছিল, তাদের কথা উল্লেখ করতে শোনেন। অতঃপর তিনি (সূরা শামসের আয়াত উল্লেখ করে) বললেন: "যখন তাদের মধ্যে সবচেয়ে হতভাগা লোকটি উঠে দাঁড়ালো (উটনীকে হত্যা করার জন্য)।" (উটনী হত্যাকারী) সে ছিল তার গোত্রের মধ্যে শক্তিশালী, দুর্ধর্ষ ও অত্যন্ত প্রভাবশালী পুরুষ, যেমন আবু যামআ ছিল।

এরপর তিনি নারীদের কথা উল্লেখ করলেন। তিনি বললেন: তোমাদের কেউ কি তার স্ত্রীর কাছে গিয়ে তাকে ক্রীতদাসের মতো প্রহার করে? অথচ হয়তো দিনের শেষে সে তার সাথে একই বিছানায় শয়ন করবে।

অতঃপর তিনি (উপস্থিত লোকদের) বায়ু নিঃসরণের (বাতকর্মের) কারণে তাদের হাসি-তামাশা করা প্রসঙ্গে নসিহত করলেন এবং বললেন: এমন জিনিস নিয়ে তোমাদের কেউ কেন হাসে, যা সে নিজেও করে থাকে?