المعجم الكبير للطبراني
Al-Mu’jamul Kabir lit-Tabarani
আল-মুজামুল কাবীর লিত-তাবরানী
20 - ثنا عَلَيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، ثنا الزُّبَيْرُ بْنُ بَكَّارٍ ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ ، حَدَّثَنِي الْوَاقِدِيُّ ، حَدَّثَنِي شُعَيْبُ بْنُ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّهَا رَأَتْ رَجُلا مَارًّا ، وَهِي فِي هَوْدَجِهَا ، فَقَالَتْ : ` مَا رَأَيْتُ رَجُلا أَشْبَهَ بِأَبِي بَكْرٍ مِنْ هَذَا ` ، فَقِيلَ لَهَا : صِفِي لَنَا أَبَا بَكْرٍ ، فَقَالَتْ : ` كَانَ رَجُلا أَبْيَضَ نَحِيفًا خَفِيفَ الْعَارِضَيْنِ ، أحْنَا لا تَسْتَمْسِكُ أَزَرَّتُهُ ، تَسْتَرْخِي عَنْ حِقْوَيْهِ ، مَعْرُوقَ الْوَجْهِ ، غَائِرَ الْعَيْنَيْنِ ، نَاتِئَ الْجَبْهَةِ ، عَارِيَ الأشَاجِعِ ، هَذِهِ صِفَتُهُ ` *
অনুবাদঃ আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
তিনি (আয়িশা রাঃ) তার হাউদাজে (পালকিতে) থাকা অবস্থায় একজন পথচারী লোককে দেখতে পেলেন। অতঃপর তিনি বললেন, ‘আমি এই লোকটির চেয়ে আবু বকরের (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সাথে সাদৃশ্যপূর্ণ আর কোনো লোক দেখিনি।’
তখন তাঁকে বলা হলো, ‘আপনি আমাদের কাছে আবু বকরের (রাদ্বিয়াল্লাহু আনহুমা) শারীরিক বর্ণনা দিন।’
তিনি বললেন, ‘তিনি ছিলেন ফর্সা বর্ণের, পাতলা গড়নের মানুষ। তাঁর গণ্ডদেশদ্বয়ে (পাশের দিকে) দাড়ি হালকা ছিল। তিনি ছিলেন কিছুটা ঝুঁকে থাকা, যার ফলে তাঁর তহবন্দ (ইযার) তাঁর কোমরে শক্তভাবে আটকাতো না, বরং তা তাঁর কোমর থেকে নিচে ঝুলে যেত। তাঁর মুখমণ্ডল ছিল মাংসহীন (বা অস্থি-প্রধান), চোখ ছিল কোটরাগত, কপাল ছিল উঁচু (বা সামনের দিকে প্রসারিত) এবং তাঁর আঙ্গুলের গাঁটসমূহ ছিল ক্ষীণ (বা মাংসহীন)। এই ছিল তাঁর দৈহিক বর্ণনা।’