الحديث


المعجم الكبير للطبراني
Al-Mu’jamul Kabir lit-Tabarani
আল-মুজামুল কাবীর লিত-তাবরানী





المعجم الكبير للطبراني (16)


16 - حَدَّثَنَا طَاهِرُ بْنُ عِيسَى بْنِ قيرسٍ الْمِصْرِيُّ ، ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ ، ثنا ابْنُ لَهِيعَةَ ، ثنا الْحَارِثُ بْنُ يَزِيدَ ، عَنْ عَلِيِّ بْنِ رَبَاحٍ ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : ` ثَلاثَةٌ مِنْ قُرَيْشٍ أَصْبَحُ قُرَيْشٍ وُجُوهًا ، وَأَحْسَنُهَا أَخْلاقًا ، وَأثْبَتُها حَيَاءً ، إِنْ حَدَّثُوكَ لَمْ يَكْذِبُوكَ ، وَإِنْ حَدَّثْتَهُمْ لَمْ يُكَذِّبُوكَ : أَبُو بَكْرٍ الصِّدِّيقُ ، وَأَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ ، وَعُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ ` *




অনুবাদঃ আবদুল্লাহ ইবনে আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন:

কুরাইশদের মধ্যে তিনজন এমন আছেন, যারা চেহারা-সুরতে কুরাইশদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল, চরিত্রে সবচেয়ে উত্তম এবং লজ্জাশীলতায় সবচেয়ে মজবুত (দৃঢ়)। যদি তারা তোমাকে কোনো কথা বলে, তবে তারা মিথ্যা বলে না। আর যদি তুমি তাদের কোনো কথা বলো, তবে তারা তোমাকে মিথ্যারোপ করে না।

তারা হলেন: আবূ বকর আস-সিদ্দীক, আবূ উবায়দা ইবনুল জাররাহ এবং উসমান ইবনু আফফান (রাদিয়াল্লাহু আনহুম)।