المعجم الأوسط للطبراني
Al-Mu’jamul Awsat lit-Tabarani
আল-মুজামুল-আওসাত লিত-তাবরানী
المعجم الأوسط للطبراني (9487)
9487 - وَبِهِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: « خَيْرُ الصَّدَقَةِ مَا أَبْقَتْ غِنًى، وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ»
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: সর্বোত্তম সাদকা হলো যা প্রদানের পরেও সচ্ছলতা (বা দাতার স্বনির্ভরতা) অবশিষ্ট রাখে। আর ওপরের হাত (দানকারী) নিচের হাত (গ্রহণকারী) থেকে উত্তম। এবং তুমি তাদের দিয়ে (সাদকা করা) শুরু করো যাদের ভরণপোষণের দায়িত্ব তোমার ওপর রয়েছে।