المعجم الأوسط للطبراني
Al-Mu’jamul Awsat lit-Tabarani
আল-মুজামুল-আওসাত লিত-তাবরানী
9459 - حَدَّثَنَا يَعْقُوبُ، نَا عَفَّانُ، نَا عِمْرَانُ الْقَطَّانُ أَبُو الْعَوَّامِ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، -[176]- عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: « يُبَايِعُ لِرَجُلٍ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ عِدَّةُ أَهْلِ بَدْرٍ، فَيَأْتِيهِ عَصَائِبُ أَهْلِ الْعِرَاقِ، وَأَبْدَالُ أَهْلِ الشَّامِ، فَيَغْزُوهُ جَيْشٌ مِنْ أَهْلِ الشَّامِ، حَتَّى إِذَا كَانُوا بِالْبَيْدَاءِ خُسِفَ بِهِمْ، فَيَغْزُوهُمْ رَجُلٌ مِنْ قُرَيْشٍ أَخْوَالُهُ مِنْ كَلْبٍ، فَيَلْتَقُونَ، فَيَهْزِمُهُمُ اللَّهُ، فَالْخَائِبُ مَنْ خَابَ مِنْ غَنِيمَةِ كَلْبٍ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ قَتَادَةَ إِلَّا عِمْرَانُ الْقَطَّانُ
অনুবাদঃ উম্মে সালামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"রুকন (হাজারে আসওয়াদ) ও মাকামের (মাকামে ইবরাহিম) মধ্যবর্তী স্থানে একজন ব্যক্তির হাতে বায়আত করা হবে, যাদের সংখ্যা হবে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণের সংখ্যার সমান। তখন ইরাকের বহু দল এবং সিরিয়ার (শামের) ’আবদালগণ’ তার নিকট আগমন করবে।
এরপর সিরিয়ার (শামের) অধিবাসীদের থেকে একটি সেনাবাহিনী তার সাথে যুদ্ধ করার জন্য রওনা হবে। যখন তারা ’আল-বাইদা’ নামক স্থানে পৌঁছাবে, তখন তাদেরকে ভূগর্ভে ধ্বসিয়ে দেওয়া হবে।
অতঃপর কুরাইশ বংশের এক ব্যক্তি তাদের বিরুদ্ধে (বায়আতকারীদের বিরুদ্ধে) যুদ্ধ করবে, যার মামারা হবে ’কাল্ব’ গোত্রের। তারা মুখোমুখি হবে এবং আল্লাহ তাআলা (বায়আতকারীদের দ্বারা) তাদেরকে পরাজিত করবেন।
আর সেই ব্যক্তিই বঞ্চিত হবে, যে ’কাল্ব’ (গোত্রের বিরুদ্ধে যুদ্ধের) যুদ্ধলব্ধ সম্পদ থেকে বঞ্চিত হবে।"