الحديث


المعجم الأوسط للطبراني
Al-Mu’jamul Awsat lit-Tabarani
আল-মুজামুল-আওসাত লিত-তাবরানী





المعجم الأوسط للطبراني (21)


21 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ قَالَ: نا أَبِي قَالَ: نا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أبي عَبْلَةَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ الْأَعْمَى، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّهُ أَتَى ابْنَ عَبَّاسٍ، فَقَالَ: يَا ابْنَ عَبَّاسٍ، طَالَمَا أَضْلَلْتَ النَّاسَ. قَالَ: «وَمَا ذَاكَ يَا عُرَيَّةُ؟» قَالَ: الرَّجُلُ يَخْرُجُ مُحْرِمًا بِحَجٍّ أَوْ عَمْرَةٍ، فَإِذَا طَافَ، زَعَمْتَ أَنَّهُ قَدْ حَلَّ، فَقَدْ كَانَ أَبُو بَكْرٍ وَعُمَرُ يَنْهَيَانِ عَنْ ذَلِكَ. فَقَالَ: «أَهُمَا، وَيْحَكَ، آثَرُ عِنْدَكَ أَمْ مَا فِي كِتَابِ اللَّهِ، وَمَا سَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَصْحَابِهِ وَفِي أُمَّتِهِ؟» فَقَالَ عُرْوَةُ: هُمَا كَانَا أَعْلَمَ بِكِتَابِ اللَّهِ، وَمَا سَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي وَمِنْكَ. قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ: فَخَصَمَهُ عُرْوَةُ. -[12]- هَذَا الْحَدِيثُ سَاقِطٌ عِنْدَ ابْنِ خَلِيلٍ




অনুবাদঃ উরওয়া ইবনুয যুবাইর (রাহ.) থেকে বর্ণিত,

তিনি (উরওয়া) ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে এলেন এবং বললেন: হে ইবনু আব্বাস, আপনি বহু দীর্ঘকাল ধরে মানুষকে বিভ্রান্ত করে চলেছেন।

তিনি (ইবনু আব্বাস) বললেন: হে উরাইয়া (উরওয়ার প্রতি স্নেহের সম্বোধন), ব্যাপারটি কী?

উরওয়া বললেন: একজন ব্যক্তি হজ বা উমরার ইহরাম বাঁধে, আর যখন সে তাওয়াফ সম্পন্ন করে, আপনি ধারণা করেন যে তার হালাল হয়ে যাওয়া জায়েজ। অথচ আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ও উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তা থেকে নিষেধ করতেন।

তিনি (ইবনু আব্বাস) বললেন: আফসোস! তোমার কাছে কি তারা দুইজন (আবু বকর ও উমর) অধিক প্রিয়, নাকি আল্লাহর কিতাবে যা আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাহাবীগণ ও উম্মতের জন্য যে সুন্নাত জারি করেছেন, তা?

তখন উরওয়া বললেন: আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নাত সম্পর্কে তারা দুইজন (আবু বকর ও উমর) আমার ও আপনার চেয়েও বেশি অবগত ছিলেন।

ইবনু আবী মুলাইকা (রাহ.) বলেন: তখন উরওয়া তাকে (ইবনু আব্বাসকে) তর্কে পরাজিত করলেন।