الحديث


الإبانة الكبرى لابن بطة
Al Ibanatul Kubrah li-ibnu Battah
আল ইবানাতুল কুবরা লি-ইবনু বাত্তাহ





الإبانة الكبرى لابن بطة (1270)


1270 - حَدَّثَنَا الْقَافْلائِيُّ، ثنا مُحَمَّدٌ، أنبا مُحَمَّدُ بْنُ كُنَاسَةَ، نا الأَعْمَشُ، عَنِ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` اللَّهُمَّ ثَبِّتْنِي عَلَى دِينِي `، فَقَالَ لَهُ أَهْلُهُ : أَتَخَافُ عَلَيْنَا يَا رَسُولَ اللَّهِ وَقَدْ آمَنَّا بِكَ، وَبِمَا جِئْتَ بِهِ ؟، فَقَالَ : ` إِنَّ الْقَلْبَ بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ يُقَلِّبُهُ ` *




অনুবাদঃ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু‘আ করতেন: "হে আল্লাহ, আমাকে আমার দ্বীনের ওপর স্থির রাখুন/দৃঢ় রাখুন।" তখন তাঁর পরিবারের লোকেরা তাঁকে বলল: "হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য ভয় করছেন? অথচ আমরা তো আপনার প্রতি এবং আপনি যা নিয়ে এসেছেন তার প্রতি ঈমান এনেছি?" তিনি বললেন: "নিশ্চয়ই (মানুষের) অন্তর দয়াময় (আল্লাহর) আঙ্গুলসমূহের মধ্য থেকে দুটি আঙ্গুলের মাঝে থাকে। তিনি তা পরিবর্তন করেন।"