الحديث


مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক





مصنف عبد الرزاق (21031)


21031 - أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الْحَكَمِ بْنِ أَبَانَ، عَنْ عِكْرِمَةَ، قَالَ: قَالَ عَلِيٌّ: «خَمْسٌ احْفَظُوهُنَّ، لَوْ رَكِبْتُمُ الْإِبِلَ لَأَنْضَيْتُمُوهَا قَبْلَ أَنْ تُدْرِكُوهُنَّ: لَا يَخَافُ الْعَبْدُ إِلَّا ذَنْبَهُ، وَلَا يَرْجُو إِلَّا.. .، وَلَا يَسْتَحْيِي جَاهِلٌ أَنْ يَسْأَلَ، وَلَا يَسْتَحْيِي عَالِمٌ إِنْ لَمْ يَعْلَمْ أَنْ يَقُولَ: اللَّهُ أَعْلَمُ، وَالصَّبْرُ مِنَ الْإِنْسَانِ بِمَوْضِعِ الرَّأْسِ مِنَ الْجَسَدِ، إِذَا قُطِعَ الرَّأْسُ يَيْبَسُ مَا فِي الْجَسَدِ، وَلَا إِيمَانَ لِمَنْ لَا صَبْرَ لَهُ»




অনুবাদঃ আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বললেন: পাঁচটি বিষয় তোমরা সংরক্ষণ করো। উটের পিঠে আরোহণ করেও তোমরা এগুলো লাভ করার আগে উটগুলোকে ক্লান্ত করে ফেলবে (তবুও এগুলো অন্বেষণ করো)। [সেগুলো হলো:] বান্দা যেনো তার নিজের গুনাহ ছাড়া অন্য কিছুকে ভয় না করে, আর যেনো আশা না করে কেবল...। আর অজ্ঞ যেনো প্রশ্ন করতে লজ্জা না করে, আর কোনো জ্ঞানী ব্যক্তি যদি কোনো কিছু না জানে, তবে ’আল্লাহই ভালো জানেন’ (আল্লাহু আ’লাম) বলতে যেনো লজ্জা না করে। আর মানুষের কাছে সবরের (ধৈর্য্যের) অবস্থান হলো শরীরে মাথার অবস্থানের মতো; যখন মাথা কেটে ফেলা হয়, তখন শরীরের সব কিছু শুকিয়ে যায় (নির্জীব হয়ে যায়)। আর যার ধৈর্য্য নেই, তার ঈমান নেই।