مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক
21029 - أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ مَنْصُورٍ، قَالَ: قُلْتُ لِإِبْرَاهِيمَ إِنَّ لِي جَارًا عَامِلًا، وَإِنَّهُ دَعَانِي إِلَى طَعَامٍ، فَأَبَيْتُ أَنْ أُجِيبَهُ، فَقَالَ: «إِنَّ الشَّيْطَانَ عَرَضَ بَيْنَكُمْ لِيُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ، وَقَدْ كَانَتِ الْأُمَرَاءُ يَهْمِطُونَ ثُمَّ يَدْعُونَ فَيُجَابُونَ»
অনুবাদঃ মানসূর থেকে বর্ণিত, তিনি বলেন: আমি ইবরাহীমকে বললাম, আমার একজন প্রতিবেশী আছে, যে একজন (সরকারি) কর্মকর্তা (আমিল)। সে আমাকে খাবারের দাওয়াত দিয়েছে, কিন্তু আমি তার দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করেছি। তখন তিনি (ইবরাহীম) বললেন: নিশ্চয়ই শয়তান তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করার জন্য প্রবেশ করেছে। অথচ পূর্বের আমির বা শাসকগণও (সম্পদ) সংগ্রহ করতেন, তারপর দাওয়াত দিতেন এবং তাদের দাওয়াত কবুল করা হতো।